শীতকালীন সময়ে ষাড় গরুর যত্ন কীভাবে নিবেন?

 ১.শীতকালীন সময়ে গরুর পাতলা পায়খানা,ক্ষুরা রোগ সহ বিভিন্ন ধরনের রোগ অনেক বেশি দেখা দেয়।

২.শীতে গরুকে যেন ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে,খোলামেলা খামার হলে চারদিকে ত্রিপল দিয়ে ঢেকে দিতে হবে এবং গরুকে কম্বল দিয়ে দিতে হবে।

৩.খামার যেনো সবসময় শুস্ক থাকে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

৪কোন গরু অসুস্থ হয়ে গেলে সাথে সাথে আলাদা করে দিতে হবে।

৫.খামার সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে

ইন্সাল্লাহ এসব কিছু মেনে চললে আল্লাহর রহমতে কোন রোগ বালাই দেখা দেওয়ার সম্ভবনা অনেক কম



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ